most 100+ bengali gk mock test pdf

Facebook
Twitter
LinkedIn

most 100+ bengali gk mock test pdf

হ্যালো বন্ধুরা আজ আমরাmost 100+ bengali gk mock test pdf শেয়ার করবো। এই পিডিএফ টি তোমাদের খুব কাজে লাগবে।wbp ,kp ,group -D , জেল POLICE পরীক্ষার্থীদের জন্যmost 100+ bengali gk mock test pdf টি খুব কাজে লাগবে।

97, পৃথিবীর বৃহত্তম নদী (জলবহনে) কোনটি?
উত্তর: আমাজন।

98. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: ইয়াং সি কিয়াং।

99. ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: ভরা।

100. পাকিস্তানের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: সিন্ধু।

101. আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: হেলমন্দ।

102. নেপালের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: কালিগণ্ডক।

103. ভূটানের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: মানস।

104. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: পদ্মা।

105. মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: ইরাবতী।

106. শ্রীলঙ্কার প্রধান নদী কোনটি?
উত্তর: মহাবলি গঙ্গা।

107. ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: গঙ্গা।

bangla gk question || বাংলা gk প্রশ্ন উত্তর || GK questions with Answers || Bangla gk questions with answers || Bangla gk questions pdf

108. গঙ্গার প্রধান শাখানদী কোনটি?
উত্তর: ভাগীরথী।

109. গঙ্গার প্রধান উপনদী কোনটি?
উত্তর: যমুনা।

110. যমুনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: যমুনোত্রী হিমবাহ।

111. গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: গঙ্গোত্রী হিমবাহ।

112. কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে?
উত্তর: গোদাবরী।

113. কোন নদীকে বাংলার দুঃখ বলে?
উত্তর: দামোদর নদ।

114. কোন নদীকে বিহারের দুঃখ বলে?
উত্তর: কোশী নদী।

115. ভারতের কোন রাজ্যে নদীর সংখ্যা সর্বাধিক?
উত্তর: কেরালা।

116. ভারতের একটি অন্তঃবাহিনী নদীর নাম কি?
উত্তর: লুনা নদী।

117. ভারতের পবিত্র নদী বলা হয় কোন নদীকে?
উত্তর: গঙ্গা।

118. ভারতের রাজধানী দিল্লা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: যমুনা।

119. গঙ্গা নদী কোন সাগরে পতিত হয়েছে?
উত্তর: বঙ্গোপসাগরে।

120. দক্ষিণ ভারতের পবিত্র নদী কোনটি?
উত্তর: কাবেরী নদী।

121. আমলকী, লেবু, পেয়ারার ভিটামিনের উৎস কী?
উত্তর: ভিটামিন সি।

122. রক্তশূন্যতা দেখা দেয় কীসের অভাবে?
উত্তর: আয়রনের অভাবে।

123. দুধের রং সাদা হয় কেন?
উত্তর: প্রোটিনের জন্য।

124. ভিটামিন সি এর রাসায়নিক নাম কী?
উত্তর: অ্যাসকরবিক অ্যাসিড।

125. প্রোটিন তৈরিতে কী ব্যবহৃত হয়?
উত্তর: অ্যামাইনো অ্যাসিড।

126. সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত?
উত্তর: ৪:১:১।

127. সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি কি থাকে?
উত্তর: খনিজ পদার্থ ও ভিটামিন।

bangla gk question || বাংলা gk প্রশ্ন উত্তর || GK questions with Answers || Bangla gk questions with answers || Bangla gk questions pdf

128. সবচেয়ে বেশি পটাসিয়াম পাওয়া যায় কীসে?
উত্তর ; ভাবে।

129. মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে কীসের অভাবে?
উত্তর: ভিটামিন সি এর অভাবে।

130. আয়োডিন বেশি থাকে কোন ধরণের মাছে?
উত্তর: সমুদ্রের মাছে।

131. কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে কী থাকার কারণে?
উত্তর: ক্যালসিয়াম অক্সালেট।

132, রাতকানা রোগ হয় কিসের অভাবে?
উত্তর: ভিটামিন এ এর অভাবে।

133. মুখে ও জিহ্বায় ঘা হয় কীসের অভাবে?
উত্তর: ভিটামিন B2 এর অভাবে।

134 জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি?
উত্তর: ভিটামিন বি ও সি।

135. শিশুদের রিকেটাস রোগ হয় কিসের অভাবে?
উত্তর: ভিটামিন ডি এর অভাবে।

136. দুধে কী অ্যাসিড থাকে?
উত্তর: ল্যাকটিক অ্যাসিড।

137. আয়োডিনের অভাবে কী রোগ হয়?
উত্তর: গলগন্ড রোগ হয়।

138. লেবুতে বেশি থাকে কোন ভিটামিন?
উত্তর: ভিটামিন সি।

139. DNA যুক্ত উদ্ভিদ ভাইরাস কি?
উত্তর: ফুলকপির মোজাইক ভাইরাস।

140. DNA যুক্ত প্রাণী ভাইরাস কি?
উত্তর: বসন্ত ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হাপিস ভাইরাস।

141. RNA যুক্ত উদ্ভিদ ভাইরাস কি?
উত্তর: পি মোজাইক ভাইরাস, বিন মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস।

142, RNA যুক্ত প্রাণী ভাইরাস কি?
উত্তর: পোলিও ভাইরাস, ইনফ্লুইয়েঞ্জা ভাইরাস, HIV ভাইরাস।

143, সবচেয়ে ছোট আয়তনের ভাইরাসের নাম কি?
উত্তর: বসন্ত ভাইরাস ও আলুর X ভাইরাস।

144. গুপ্ত যুগে প্রচলিত স্বর্ণমুদ্রার নাম কি ছিল?
উত্তর: দিনার।

145. গুপ্ত যুগে প্রচলিত তাম্রমুদ্রার নাম কি ছিল?
উত্তর: চান্দ্রা।

146. কোন গুপ্ত সম্রাট “মহেন্দ্রাদিত্য” উপাধি গ্রহণ করেছিলেন?
উত্তর: প্রথম কুমার গুপ্ত।

147. নালন্দা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেছিলেন?
উত্তর: গুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত।

148. পদ্মপাতার পত্রবদ্ধ কোথায় থাকে?
উত্তর: পাতার উপরিতলে।

149. পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি?
উত্তর: ৯টি।

150. একটি গোলাকার ভাইরাস এর উদাহরণ?
উত্তর: পোলিও ভাইরাস।

151. একটি দন্ডাকার ভাইরাস এর উদাহরণ?
উত্তর: টোবোকা মোজাইক ভাইরাস।

152. একটি ডিম্বাকার ভাইরাস এর উদাহরণ?
উত্তর: মাম্পস ভাইরাস।

153. একটি ঘনকের ভাইরাস এর উদাহরণ?
উত্তর: বসন্ত ভাইরাস।

154. একটি ব্যাঙাচি আকার ভাইরাস এর উদাহরণ?
উত্তর: ফাজ ভাইরাস।

155. ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে কি বলে?
উত্তর: ভাইরাস জিনোম ।

156. ভাইরাস এর দেহের বাইরের প্রোটিন আবরণ কে কি বলে?
উত্তর: ক্যাপসিড।

bangla gk question || বাংলা gk প্রশ্ন উত্তর || GK questions with Answers || Bangla gk questions with answers || Bangla gk questions pdf

157. ভাইরাস কথার শব্দতত্ত্বগত অর্থ কি?
উত্তর: বিষ।

158. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক কোনটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: বাল্মিকী প্রতিভা, ১৮৮১ সালে।

159. তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করা হয়?
উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বসু।

160. চিত্রাঙ্গতা কাকে উৎসর্গ করেন?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর।

161. রক্তকরবী কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উত্তর: প্রবাসী।

162. সুরঙ্গমা কোন নাটকের চরিত্র?
উত্তর: রাজা।

163. কোন নাটক স্ত্রী চরিত্রবর্জিত?
উত্তর: বৈকুণ্ঠের খাতা।

164. ক্ষেমংকর কোন নাটকের চরিত্র?
উত্তর: মালিনী।

165. রঘুপতি, জয়সিংহ কোন নাটকের চরিত্র?
উত্তর: বিসর্জন।

166. কোন কাব্যের নাট্যরূপ “রুদ্রচন্ড”?
উত্তর: পৃথ্বীরাজ পরাজয়।

167. ফাল্গুনী কোন পত্রিকায় প্রকাশিত?
উত্তর: সবুজপত্র।

168. ফাল্গুনী নাটকের ইংরেজি নাম কি?
উত্তর: The cycle of spring l

169. রবিঠাকুরের প্রথম মুদ্রিত কাব্য নাট্য কী?
উত্তর: রুদ্রচন্ড।

170. মুক্তধারা নাটকে উল্লেখিত গ্রাম দুটি কী কী?
উত্তর: উত্তরকূট ও শিবতরাই

171. মুক্তধারা নাটকের পূর্বনাম কী?
উত্তর: পথ।

172. মুক্তধারার ইংরেজী অনুবাদ করেন কে কী নামে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর, the water fall নামে।

173. ডাকঘরের ইংরেজী অনুবাদ কে কি নামে করেন?
উত্তর: The post office – দেবব্রত মুখোপাধ্যায়।

174. নটীর পূজা কাসের নাট্যরূপ?
উত্তর: পূজারিণী।

175. রবীন্দ্রনাথের কোন নাটককে মুক্তির নাটক বলা হয়?
উত্তর: ডাকঘর।

176. প্রায়শ্চিত্ত নাটকটি কোন উপন্যাস অবলম্বনে রচিত?
উত্তর: বউ ঠাকুরানীর হাট।

177. রক্তকরবীর ইংরেজি অনুবাদ কী?
উত্তর: Red oleanderst

178. রবীন্দ্রনাথের প্রথম প্রকৃত সাংকেতিক নাটক কি?
উত্তর: রাজা।

179. রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সাংকেতিক নাটকের নাম কি?
উত্তর: ডাকঘর।

180. শান্তিনিকেতনে প্রথম কোন নাটকটি অভিনীত হয়?
উত্তর: ফাল্গুনী।

181. ডাকঘর কোথায় বসে রচনা করেন?
উত্তর: শান্তিনিকেতনে।

182. বিসর্জন নাটকের ইংরেজি অনুবাদ কি?
উত্তর: Sacrificel

১৮৩ রবীন্দ্রনাথের কোন নাটকে প্রথম বাউল সুর লক্ষ্যণীয়?
উত্তর: গোড়ায় গলদ।

184. ‘পৌষ তোদের ডাক দিয়েছে’ গানটি কোন নাটকের অন্তর্গত?
উত্তর: রক্তকরবী।

185. চিত্রাঙ্গদা নাটকটির চিত্রণ করেন কে?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর।

186. সিসমোগ্রাফ দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: ভূকম্পন তরঙ্গ।

187. রিখটার স্কেলদিয়ে কী পরিমাণ করা হয়?
উত্তর: ভূকম্পন তীব্রতা পরিমাপের একটি গাণিতিক স্কেল। এ স্কেলে ১ থেকে ১০ পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা ধরা হয়। ১৯৩৫ সালে সি.এফ. রিখটার।

188, ওডোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: মোটর গাড়ির গতি।

189. রেইনগেজ দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: বৃষ্টির পরিমাণ।

bangla gk question || বাংলা gk প্রশ্ন উত্তর || GK questions with Answers || Bangla gk questions with answers || Bangla gk questions pdf

190. সেক্সট্যান্ট দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি।।

191. ক্রোনোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: দ্রাঘিমা নির্ণয় / সূক্ষ্ম সময়।

192. অ্যাক্সিলারোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: ত্বরণ।

193. স্প্রিডোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: দ্রুতি।

194. ভেলাটোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: বেগের পরিমাণ।

195. অ্যানিমোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: বাতাসের গতিবেগ ও শক্তি।

read more – click here …

Popular Post

best 90+question answer gk pdf download

best 90+question answer gk pdf download হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের best 90+question answer gk pdf download শেয়ার করবো। এই পিডিএফ টি আপনাদের খুব কাজে

Read More »

top 85+ gk book in bengali pdf

top 85+ gk book in bengali pdf হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদেরtop 85+ gk book in bengali pdf শেয়ার করবো। এই পিডিএফ টি আপনাদের খুব

Read More »

rivers of india || ভারতের নদনদী

rivers of india || ভারতের নদনদী হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের rivers of india || ভারতের নদনদী শেয়ার করবো। এই পিডিএফ টি আপনাদের খুব কাজে

Read More »

most 100+ gk questions answers in bengali pdf

most 100+ gk questions answers in bengali pdf হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের most 100+ gk questions answers in bengali pdfশেয়ার করবো। এই পিডিএফ টি

Read More »

most 100+ gk in bengali pdf download

most100+ gk in bengali pdf download হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের most 100+ gk in bengali pdf downloadশেয়ার করবো। এই পিডিএফ টি আপনাদের খুব কাজে

Read More »

best 75+ gk quiz in bengali pdf download

best 75+ gk quiz in bengali pdf download হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের best 75+ gk quiz in bengali pdf download শেয়ার করবো। এই পিডিএফ

Read More »

Leave a Comment