70+ geography gk questions with answers pdf

Facebook
Twitter
LinkedIn

70+ geography gk questions with answers pdf

হ্যালো বন্ধুরা আজ আমরা70+ geography gk questions with answers pdf শেয়ার করবো। এই পিডিএফ টি তোমাদের খুব কাজে লাগবে।wbp ,kp ,group -D , জেল POLICE পরীক্ষার্থীদের জন্য70+ geography gk questions with answers pdf টি খুব কাজে লাগবে।

৫১/ ৬° চ্যানেল- নিকবোর ও সুমাত্রা।

৫২/ ৮° চ্যানেল- মালদ্বীপ ও মিনিকয়।

৫৩/ ৯° চ্যানেল- মিনিকয় ও লাক্ষাদ্বীপ।

৫৪/ ১০° চ্যানেল- আন্দামান ও নিকোবর

৫৫/ ডুরান্ড লাইন- ভারত ও আফগানিস্তান।

৫৬/ ম্যাকমোহন লাইন- ভারত ও চীন।

৫৭/ র‍্যাডক্লিপ লাইন- ভারত ও পাকিস্তান।

৫৮/ পক প্রনালী- ভারত ও শ্রীলঙ্কা।

70+ geography gk questions with answers pdf
70+ geography gk questions with answers pdf

 

৫৯/ ২৪তম প্যারালাল- ভারত ও পাকিস্তান।

৫৯/ ২৮তম প্যারালাল- ভারত অধিকৃত কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীর।

৬০/ ১৬তম প্যারালাল- নামিবিয়া ও অ্যাঙ্গোলা।

৬১/ ১৭তম প্যারালাল- উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম।

Geography questions || Geography gk in bengali pdf free download || ভারতের ভূগোল প্রশ্ন উত্তর

৬২/ ৩৭তম প্যারালাল- ভারত ও মায়ানমার।

৬৩/ LOC- ভারত ও পাকিস্তান।

৬৪/ LAC- ভারত ও চীন।

৬৫/ ৩৮তম প্যারালাল- উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।

৬৬/ ৪৯তম প্যারালাল- মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা।

৬৭/ সাত এল আরব- ইরাক ও ইরান।

৬৮/ হিন্ডেনবার্গ লাইন- জার্মানি ও ফ্রান্স।

৬৯/ ম্যাগিনট লাইন- জার্মানি ও ফ্রান্স।

৭০/ কার্জন লাইন- পোল্যান্ড ও রাশিয়া।

৭১/ লোহিত সাগর- এশিয়া ও আফ্রিকা।

৭২/ জিব্রাল্টার প্রনালী- ইউরোপ ও আফ্রিকা।

৭৩/ ইংলিশ চ্যানেল- ইংল্যান্ড ও ফ্রান্স।

৭৪/ মালাক্কা প্রনালী- মালয়েশিয়া ও সুমাত্রা।

৭৫/ গ্রেট চ্যানেল- আন্দামান, নিকোবর ও সুমাত্রা।

৭৬/ সিগফ্রাইড লাইন- জার্মানি ও ফ্রান্স।

৭৭/ ওডারনিসে লাইন- জার্মানি ও পোল্যান্ড।

৭৮/ সমরেরো চ্যানেল- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

৭৯/ তিন বিঘা করিডর- ভারত ও বাংলাদেশ।

৮০/ স্যার ক্রীক লাইন- ভারত ও পাকিস্তান।

১/ পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে জলঢাকা নদীটি প্রবাহিত হয়েছে?
উত্তর: উত্তর দিনাজপুর।

২/ বিশ্বের বৃহত্তম প্রণালীর নাম কী?
উত্তর: মালাক্কা প্রণালী।

৩/ ইন্দিরা পয়েন্ট ভারতের কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর: বৃহৎ বা গ্রেট আন্দামান।

৪/ ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি?
উত্তর: সম্বর।

৫/ “গ্র্যান্ড ট্রাঙ্ক রোড” কোন শহর থেকে কোন শহর বিস্তৃত?
উত্তর: কলকাতা থেকে অমৃতসর।

৬/ ভারতের কোন শহরকে “শ্বেত শহর” বলা হয়?
উত্তর: উদয়পুর।

৭/ কত সালে মানুষ প্রথম চাঁদে যাই ?
উত্তর: ১৯৬৯ সালে।

70+ geography gk questions with answers pdf

৮/ ভারতের কোন শহরকে “নীল শহর” কাকে বলে?
উত্তর: যোধপুর।

৯/ ভারতের বৃহত্তম মহীসোপান কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: তামিলনাড়ু।

১০/ চীনেবাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম অধিকার করে?
উত্তর: গুজরাট।

১১/ নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: গোদাবরী

১২/ নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।

১৩/ ONGC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: দেরাদুন।

১৪/ পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: ব্যারাকপুর।

১৫/ হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ এই দুটি যমজ শহরের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
উত্তর: মুসি।

১৬/ “কাইগা” পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: কর্ণাটক।

১৭/ ভারতের প্রথম কার্বনমুক্ত রাজা কোনটি?
উত্তর: হিমাচলপ্রদেশ।

Geography questions || Geography gk in bengali pdf free download || ভারতের ভূগোল প্রশ্ন উত্তর

১৮/ হটলাইন কী?
উত্তর: মস্কো ও ওয়াশিংটনের ফোন লাইন।

১৯/ জেবু (Zebu) গবাদি পশু কোথায় দেখা যায়?
উত্তর: কেনিয়া।

২০/ ক্যালিওটা কোন গ্রহকে বলা হয়?
উত্তর: বৃহস্পতি (জুপিটার)।

২১/ ভারতের কোন বন্দরকে “মক্কার দ্বার” বলা হয়?
উত্তর: সুরাট।

২২/ ভারতের কোন রাজ্যের পূর্বনাম ছিল নেফা?
উত্তর: অসম।

২৩/ মিশরের প্রধান বন্দরের নাম কী?
উত্তর: কায়রো

২৪/ ভারতের কোন রাজ্য বক্সাইট উত্তোলনে প্রথম স্থান অধিকার করে?
উত্তর: ওড়িশা।

২৫/ সিমেন্ট তৈরি করতে কোন শিলার ব্যবহার সবচেয়ে বেশি?
উত্তর: চুনাপাথর।

২৬/ পশ্চিমি ঝঞ্ঝার উৎপত্তি হয় কোন সাগর বা মহাসাগর থেকে?
উত্তর: ভূমধ্যসাগর।

70+ geography gk questions with answers pdf

২৭/ ভারতের সবচেয়ে দীর্ঘ সেতু কোন নদীর ওপর অবস্থিত?
উত্তর: শোন।

২৮/ ভারতের কোন শহরকে “উৎসবনগরী” বলা হয়?
উত্তর: মাদুরাই।

২৯/ ভারতের কোন রাজ্যে শতকরা হিসাবে অধিকাংশ তপশিলি উপজাতির মানুষ বাস করে?
উত্তর: মিজোরাম।

৩০/ কোন শহরকে “ইউরোপের ককপিট” বলে?
উত্তর: বেলজিয়াম।

৩১/ সম্মিলিত জাতিপুঞ্জের উইনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: প্যারিস।

৩২/ বন্দীপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: কর্ণাটক।

৩৩/ এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: ইয়াং সিকিয়াং।

৩৪/ ধূপগড় কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ?
উত্তর: সাতপুরা।

৩৫/ ভারতের সাথে কোন দেশের সর্বাধিক আন্তর্জাতিক সীমারেখা আছে?
উত্তর: বাংলাদেশ।

৩৬/ চিকাগো শহরটি কোন হ্রদের তীরে অবস্থিত?
উত্তর: মিচিগান।

৩৭/ ভারতে পরিবার পরিকল্পনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়?
উত্তর: প্রথম।

৩৮/ শুশনিয়া ও মামা-ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত?
উত্তর: বাঁকুড়া।

৩৯/ পৃথিবীর বৃহত্তম বনভূমি কোথায় অবস্থিত?
উত্তর: রাশিয়া।

৪০/ ভারতবর্ষের চিরহরিৎ বৃক্ষের গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: জব্বলপুর।

Geography questions || Geography gk in bengali pdf free download || ভারতের ভূগোল প্রশ্ন উত্তর

৪১/ কোন শহরকে ভিত্তি করে ভারতের প্রমান সময় নির্ধারণ করা হয়েছে?
উত্তর এলাহাবাদ।

৪২/ বাড়ি তৈরির জন্য ব্যবহৃত স্টোন চিপস আসলে কোন ধরণের শিলা?
উত্তর: ব্যাসল্ট।

৪৩/ ভূমিকম্পের প্রভাবে কোন অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর: ভূমিকম্পের উপকেন্দ্র

৪৪/ আপানের ফুজিয়ামা কোন ধরণের আগ্নেয়গিরি?
উত্তর: সুপ্ত আগ্নেয়গিরি।

৪৫/ খনিজ তেল রপ্তানিকারক সংস্থা ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ভিয়েনা।

৪৬/ ভারতের কোন স্থানকে “রক গার্ডেন” বলে?
উত্তর: চন্ডীগড়।

৪৭/ ভারত ও চিনের মধ্যে সীমান্ত কি বলে?
উত্তর: ম্যাকমোহন লাইন।

৪৮/ পশ্চিমবঙ্গের কোন শহরকে অর্কিড বলা হয়?
উত্তর: কাসিয়াং ।

৪৯/ কোনো স্থানের অক্ষাংশ নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?
উত্তর: সেক্সট্যান্ট।

৫০/ বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত?
উত্তর: ইন্দোনেশিয়া।

১/ ভারতের কোন রাজ্যকে “মসলার উদ্যান” বলা হয়?
উত্তর: কেরালা।

70+ geography gk questions with answers pdf

২/ ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমারেখা?
উত্তর: পাকিস্তান ও আফগানিস্তান।

৩/ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: স্যাডল পিক।

৪/ “ইতালির ডেট্রয়েট” বলা হয় কোন শহরকে?
উত্তর: তুরিন।

৫/ ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী?
উত্তর: জিব্রাল্টার প্রণালী।

৬/ ভারতীয় ভাষায় যার নাম “সোহরা” তাকে আমরা কী নামে জানি?
উত্তর: চেরাপুঞ্জি।

৭/ “নামদাফা ন্যাশনাল পার্ক” কোথায় অবস্থিত?
উত্তর: অরুণাচলপ্রদেশ।

৮/ জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে?
উত্তর: শ্রীনগর ও লে।

৯/ “সুদূর প্রাচ্যের ভাতের থালা” কাকে বলা হয়?
উত্তর: মায়ানমারকে।

১০/ পৃথিবীর বিখ্যাত কোডাক কোম্পানির কারখানা কোথায় অবস্থিত?
উত্তর: রচেস্টার।

১১/ সুপিরিয়র হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর: উত্তর আমেরিকা।

১২/ কোন দুটি দেশের মধ্যে তিনবিঘা করিডোর অবস্থিত?
উত্তর: ভারত ও বাংলাদেশ।

১৩/ “সিসি” বনাঞ্চল কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: কর্ণাটক।

Geography questions || Geography gk in bengali pdf free download || ভারতের ভূগোল প্রশ্ন উত্তর

১৪/ নিউইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: হাডসন।

১৫/ “কুলভি পাক” কোথাকার অধিবাসী?
উত্তর: মণিপুর।

১৬/ এশিয়া মহাদেশের সর্বোচ্চ হ্রদ কোনটি?
উত্তর: নামসো।

১৭/ গ্রেট বিয়ার হ্রদটি কোথায় অবস্থিত?
উত্তর: কানাডা।

১৮/ মাদাগাস্কার দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
উত্তর: ভারত মহাসাগর।

read more – click here …..

Popular Post

best 90+question answer gk pdf download

best 90+question answer gk pdf download হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের best 90+question answer gk pdf download শেয়ার করবো। এই পিডিএফ টি আপনাদের খুব কাজে

Read More »

top 85+ gk book in bengali pdf

top 85+ gk book in bengali pdf হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদেরtop 85+ gk book in bengali pdf শেয়ার করবো। এই পিডিএফ টি আপনাদের খুব

Read More »

rivers of india || ভারতের নদনদী

rivers of india || ভারতের নদনদী হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের rivers of india || ভারতের নদনদী শেয়ার করবো। এই পিডিএফ টি আপনাদের খুব কাজে

Read More »

most 100+ gk questions answers in bengali pdf

most 100+ gk questions answers in bengali pdf হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের most 100+ gk questions answers in bengali pdfশেয়ার করবো। এই পিডিএফ টি

Read More »

most 100+ gk in bengali pdf download

most100+ gk in bengali pdf download হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের most 100+ gk in bengali pdf downloadশেয়ার করবো। এই পিডিএফ টি আপনাদের খুব কাজে

Read More »

best 75+ gk quiz in bengali pdf download

best 75+ gk quiz in bengali pdf download হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের best 75+ gk quiz in bengali pdf download শেয়ার করবো। এই পিডিএফ

Read More »

Leave a Comment