rivers of india || ভারতের নদনদী

Facebook
Twitter
LinkedIn

rivers of india || ভারতের নদনদী

হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের rivers of india || ভারতের নদনদী শেয়ার করবো। এই পিডিএফ টি আপনাদের খুব কাজে লাগবে।wbp ,kp ,group -D , জেল POLICE পরীক্ষার্থীদের জন্য rivers of india || ভারতের নদনদী টি খুব কাজে লাগবে।

১/ সিন্ধু নদ :-
এর দৈর্ঘ্য 2880 কিমি। উৎপত্তি তিব্বতের মানস সরোবর- সিসি খাবার হিমবাহ থেকে উৎপন্ন হয়ে জাস্কর ও লাদাখের মধ্য দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। এরপর আরব সাগরে পড়েছে। ভারতে সিন্ধুনদের দৈর্ঘ্য 709 কিমি।

সিন্ধু উপনদী গুলি হল-

1. বিপাশা/ বিয়াস Beas এর দৈর্ঘ্য 460 km রোটাং গিরিপথ থেকে উৎপন্ন।

2. ইরাবতী দৈর্ঘ্য দৈর্ঘ্য 725 কিমি রোটাং গিরিপথ থেকে উৎপন্ন।

3. বিতস্তা বা ঝিলাম এর দৈর্ঘ্য 724 কিমি পিরপঞ্জালের ভেরিনাগ প্রস্রবন থেকে উৎপন্ন।

4. শভদ্র Sutlej এর দৈর্ঘ্য 1500 km। এটি তিব্বত মালভূমির রাক্ষস হ্রদ থেকে উৎপন্ন এটি পাঞ্জাবে অবস্থিত।

5. চেনাব বা চন্দ্রভাগা দৈর্ঘ্য 1180 kml এটি বারালাচা গিরিপথ থেকে উৎপন্ন। সিন্ধু দীর্ঘতম উপনদী হল শতদ্রু তবে ভারতে প্রবাহিত দীর্ঘতম নদী হল চন্দ্রভাগা।

২/ গঙ্গা নদী :-
2525 কিমি। উৎপত্তি- উত্তরাঞ্চলের কাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে গঙ্গানদীর উৎপত্তি। এটি উৎপত্তি স্থলে ভাগীরথী নামে দক্ষিণে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগ ও অলকানন্দার সাথে মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়।

ভারতের নদ নদী প্রশ্ন উত্তর pdf || varoter nod nodi || ভারতের নদনদী pdf download || Varoter nod nodi pdf

> রুদ্রপ্রয়াগ- অলকানন্দ ও মন্দাকিনির মিলিত প্রবাহ।

▶ দেবপ্রয়াগ- অলকানন্দা ও ভাগীরথীর মিলিত প্রবাহ।

এলাহবাদ গঙ্গা ও যমুনার মিলিত প্রবাহ।

➤ বিষ্ণু প্রয়াগ বা যোশীমঠ- ধৌলি ও বিষ্ণু গঙ্গা মিলিত প্রবাহ।

কর্ণ প্রয়াগ- পিভার ও অলকানন্দ।

rivers of india ভারতের নদনদী
rivers of india ভারতের নদনদী

 

গঙ্গা ভারতের দীর্ঘতম নদী।

➤ গঙ্গার বামতীরের উপনদী গুলি হল- রামগঙ্গা, গোমতী, কালিগন্তক, কোশী, ঘর্যরা।

> গঙ্গার ডানতীরের উপনদী গুলি হল- যমুনা ও শোন।

২/ ব্রহ্মপুত্র নদী :-
দৈর্ঘ্য 2900 কিমি। ব্রহ্মপুত্র নদী কৈলাস পর্বতের চেমায়ুৎ দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। ব্রহ্মপুত্র বিভিন্ন নামে পরিচিত। যেমন, তিব্বতে, সাংপো, অরুনাচল প্রদেশে- ডিহং, অসমে ব্রহ্মপুত্র, বাংলাদেশে- যমুনা।

—– ভারতের পূর্ব বাহিনী নদী ——

১/ সুবর্ণরেখা :-
430 কিমি। উৎপত্তি- ছোটনাগপুর মালভূমি। হুজু জলপ্রপাত এই নদীর উপর অবস্থিত। এই নদী ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা মধ্যে প্রবাহিত। এটি উড়িষ্যায় বালেশ্বরের নিকট বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

২/ মহানদী :-
558 কিমি- এর উৎপত্তিস্থল ছত্তিশগড়ের রায়পুর জেলা সিহওয়ার পাহাড় থেকে হিরাকুদ বাঁধ ও তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র এই নদীর তীরে অবস্থিত।

৩/ গোদাবরী :-
1465 kmউৎপত্তি- পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক মালভূমি থেকে। এটি দক্ষিণ ভারতের গঙ্গা দীর্ঘতম নদী। এই নদী দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত। এটিকে বুড়িগঙ্গা বলা হয়। বিস্তৃতি- মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা।
বামতীরের উপনদী -ইন্দ্রাবতী, পেনগঙ্গা ওয়ার্ধ্য, ওয়েন গঙ্গা, প্রানহিতা, শবরী ডানতীর- মঞ্জিরা

৪/ কৃষ্ণানদী :-
1265/1400 kmউৎপত্তি- পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম।
বিস্তৃতি- মহারাষ্ট্র,কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা।
বামতীরের উপনদীভীমা, ডিনডি, মুসী।
ডানতীর- মালপ্রভা, কয়না, ঘাটপ্রভা, তুঙ্গভদ্রা,পঞ্চগঙ্গা, দুধগঙ্গা।

৫/ কাবেরী নদী :-
805 km। উৎপত্তি- পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ। বিস্তৃতি- কর্ণাটক ও তামিলনাডু। কাবেরী দক্ষিণ ভারতের পবিত্র নদী। পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়।

৬/ নর্মদা
:-1312 km। উৎপত্তি- মহাকাল পর্বতের অমর কন্টক শৃঙ্গ। গ্রস্ত উপত্যকা- বিন্ধ্য পর্বত ও সাতপুরা পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত। বিস্তৃতি- মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। উপনদী- হিরন, কুন্দি, বানজার, তাওয়া।

rivers of india ভারতের নদনদী

ভারতের নদ নদী প্রশ্ন উত্তর pdf || varoter nod nodi || ভারতের নদনদী pdf download || Varoter nod nodi pdf

৭/ তাপ্তি :-
730 km। উৎপত্তি- মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি। এটি সুরাটের নিকট খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। বিস্তৃতি- মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট।

৮/ সবরমতী :-
416 km। উৎপত্তি- আরবল্লী পর্বতের মেবার পাহাড় পতিত হেয়েছে খাম্বাত উপসাগরে। বিস্তৃতি- রাজস্থান ও গুজরাট।

৯/ মাহী :-
533 km। উৎপত্তি- বিন্ধ্য পর্বত। কাম্বে উপসাগরে পতিত হয়েছে। বিস্তৃতি- মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট।

১০/ লুনি নদী :-
450 km। উৎপত্তি আরাবল্লীর পুস্কর উপত্যকা।

———পশ্চিমবঙ্গের নদনদী ——–
উত্তরবঙ্গের নদনদী :-

১/ তিস্তা 413 কিমি দীর্ঘ উৎপত্তি সিকিমের জেমু হিমবাহ পতনস্থল বাংলাদেশের যমুনা। এটি ভারতে 291 কিমি দীর্ঘ পশ্চিমবঙ্গে 122 কিমি দীর্ঘ।

২/ মহানন্দা 290 কিমি দীর্ঘ। এটি উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। উৎপত্তিস্থল কার্শিয়াং-এর উত্তরে মহানদী রাম নামক পার্বত্য বনভূমি পতনস্থল বাংলাদেশের পদ্মা। এই নদীর উপনদী হল বালাসন, মেচিডাউক পুনভর্বা, আরোই।

৩/ জলঢাকা 236 km দীর্ঘ। উৎপত্তিস্থল বিদ্যং হ্রদ সিকিম, ভুটান সীমান্তের পার্বত্য অঞ্চল পতনস্থল বাংলাদেশের যমুনা।

৪/ তোর্সা 358 কিমি দীর্ঘ। উৎপত্তিস্থল চুম্বি উপত্যকার টাং পাশ। পতনস্থল বাংলাদেশের যমুনা।

৫/ কালজানি উৎপত্তিস্থল ডিমা বক্সা পাহাড় ও আলাই দুটি ভুটান পাহাড়। পতনস্থল বাংলাদেশের সংকোশ নদী।

৬/ রায়ডাক উৎপত্তিস্থল তিব্বতে চোমলহরি পর্বত।

৭/ বালাসন- পতনস্থল বাংলাদেশের সেঞ্চল পাহাড়। পতনস্থল মহানন্দা।

—- পশ্চিমের মালভূমি অঞ্চলের নদনদী —-

১/ দামোদর 541 কিমি দীর্ঘ। উৎপত্তি ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড়। পতনস্থল হুগলী নদী। এর উপনদী হল বরাকের কোনার, বোকারো। এটি পশ্চিমবঙ্গের দুঃখের নদী এবং দ্বিতীয় দীর্ঘতম।

২/ সুবর্ণরেখা 477 Im দীর্ঘ। উৎপত্তি পালামৌ জেলার চৌরির কাছে। পতনস্থল বঙ্গোপসাগরে,

৩/ কংসাবতী 366 km দীর্ঘ। উৎপত্তি অযোধ্যা পাহাড় সংলগ্ন ঝাবর বন পাহাড়। পতনস্থল হুগলী নদী উপনদী হল কুমারী বান্দু, পাটলো।

৩/ ময়ূরাক্ষী উৎপত্তি বৈদ্যনাথ ধামের ত্রিকূট পাহাড়। পতনস্থল ভাগীরথী নদী। এই নদীতে ম্যাসেঞ্জার বাঁধ ক্যামাজবাঁধ ও তিলপাড়া বাঁধ রয়েছে।

৪/ রূপনারায়ণ 80 km দীর্ঘ। উতপত্তি পশ্চিমের মালভূমি অঞ্চল (তিলাবি পাহাড়)। পতনস্থল হুগলী নদী। এটি দারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ।

৫/ হলদি নদীর পতনস্থল ভাগীরথী নদী। এটি কাসাই ও কেলেখাই নদীর মিলিত প্রবাহ।

৬/ সুন্দরবন অঞ্চলের নদনদীঃ- মাতলা, ইছামতী, রায়মঙ্গল, বিদ্যাধরী গোসাবা, সপ্তমুখী, পিয়ালী, ঠাকুরান এই দক্ষিণ 24 পরগণা জেলায় অবস্থিত।

rivers of india ভারতের নদনদী

৭/ পোলাভরম প্রোজেক্ট যে নদীর সঙ্গে যুক্ত?
Ans:- গোদাবরী।

ভারতের নদ নদী প্রশ্ন উত্তর pdf || varoter nod nodi || ভারতের নদনদী pdf download || Varoter nod nodi pdf

৮/ অমরকন্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদীর উৎপত্তি লাভ করেছে নদী দুটি হল- Ans:- নর্মদা ও মহানদী।

৯/ ভারতের মধ্যে কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন?
Ans:- শতদ্রু।

১০/ কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে?
Ans:- ঝিলল্ম।

১১/ নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়?
Ans:- অমরকন্টক মালভূমি।

১২/ সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়?
Ans:- মানস সরোবর।

১৩/ কোন ভূমিরূপের মধ্যে দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে?
Ans:- চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা।

১৪/ উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী গোদাবরী এর দৈর্ঘ্য কত?
Ans:- 1465 কিমি।

১৫/ কোন নদীর তীরে কোটা অবস্থিত?
Ans:- চম্বল।

১৬/ কোন নদীর উপর নার্গার্জুন সাগর প্রকল্প অবস্থিত?
Ans:- কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ।

১৭/ গৌতমী ও বশিষ্ঠ হল কোন নদীর উপনদী?
Ans:- গোদাবরী।

১৮/ কাবেরী নদীর জলবন্টন নিয়ে কোন কোন রাজ্যের মধ্যে বিবাদ?
Ans:- তামিলনাডু ও কর্ণাটক।

১৯/ হাম্পি কোন নদীর তীরে অবস্থিত?
Ans:- তুঙ্গভদ্রা।

২০/ শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত?
Ans:- ঝিলম।

২১/ বরাকর কোন নদীর উপনদী?
Ans:- দামোদর।

২২/ জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?
তিস্তা এবং করলা।

২৩/ ভারতের দীর্ঘতম উপদ্বীপীয় নদীর নাম কি?
Ans:- গোদাবরী।

২৪/ মাজুলী দ্বীপ অবস্থিত কোন নদীতে?
Ans:- ব্রহ্মপুত্র।

২৫/ কোন নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত?
গোদাবরী।

২৬/ গঙ্গা নদীর ডানতীরের উপনদী হল
Ans:- যমুনা।

২৭/ গেরসাপ্তা জলপ্রপাত অবস্থিত যে নদীতে
Ans:- সারাবতী।

rivers of india ভারতের নদনদী

২৮/ ভারতের কোন নদীটি মরুভূমি অঞ্চলে অবস্থিত?
Ans:- লুনি।

২৯/ কোন নদীটি তিব্বতে সাংপো নামে পরিচিত?
Ans:- ব্রহ্মপুত্র।

ভারতের নদ নদী প্রশ্ন উত্তর pdf || varoter nod nodi || ভারতের নদনদী pdf download || Varoter nod nodi pdf

৩০/ সুরাট কোন নদীর তীরে অবস্থিত?
Ans:- তাপ্তি।

৩১/ কোন নদীটিতে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে?
Ans:- নর্মদা।

৩২/ মন্দাকিনি ও অলকানন্দার মিলিত প্রবাহ হল
Ans:- রুদ্রপ্রয়াগ।

read more – click here ….

Popular Post

best 90+question answer gk pdf download

best 90+question answer gk pdf download হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের best 90+question answer gk pdf download শেয়ার করবো। এই পিডিএফ টি আপনাদের খুব কাজে

Read More »

top 85+ gk book in bengali pdf

top 85+ gk book in bengali pdf হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদেরtop 85+ gk book in bengali pdf শেয়ার করবো। এই পিডিএফ টি আপনাদের খুব

Read More »

rivers of india || ভারতের নদনদী

rivers of india || ভারতের নদনদী হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের rivers of india || ভারতের নদনদী শেয়ার করবো। এই পিডিএফ টি আপনাদের খুব কাজে

Read More »

most 100+ gk questions answers in bengali pdf

most 100+ gk questions answers in bengali pdf হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের most 100+ gk questions answers in bengali pdfশেয়ার করবো। এই পিডিএফ টি

Read More »

most 100+ gk in bengali pdf download

most100+ gk in bengali pdf download হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের most 100+ gk in bengali pdf downloadশেয়ার করবো। এই পিডিএফ টি আপনাদের খুব কাজে

Read More »

best 75+ gk quiz in bengali pdf download

best 75+ gk quiz in bengali pdf download হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের best 75+ gk quiz in bengali pdf download শেয়ার করবো। এই পিডিএফ

Read More »

Leave a Comment