most 60+ science gk in bengali pdf

Facebook
Twitter
LinkedIn

most 60+ science gk in bengali pdf

হ্যালো বন্ধুরা আজ আমরাmost 60+ science gk in bengali pdf শেয়ার করবো। এই পিডিএফ টি তোমাদের খুব কাজে লাগবে।wbp ,kp ,group -D , জেল POLICE পরীক্ষার্থীদের জন্যmost 60+ science gk in bengali pdf টি খুব কাজে লাগবে।

১/ বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে?
উত্তর: ভিটামিন B1

২/ আমলকী, লেবু, পেয়ারার ভিটামিনের উৎস কী?
উত্তর: ভিটামিন সি।

৩/ রক্তশূন্যতা দেখা দেয় কীসের অভাবে?
উত্তর: আয়রনের অভাবে।

৪/ দুধের রং সাদা হয় কেন?
উত্তর: প্রোটিনের জন্য।

৫/ ভিটামিন সি এর রাসায়নিক নাম কী?
উত্তর: অ্যাসকরবিক অ্যাসিড।

৬/ প্রোটিন তৈরিতে কী ব্যবহৃত হয়?
উত্তর: অ্যামাইনো অ্যাসিড।

৭/ সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত?
উত্তর: ৪:১:১।

৮/ সবুজ তরিতরকারিতে সবচেয়ে বেশি কি থাকে?
উত্তর: খনিজ পদার্থ ও ভিটামিন।

৯/ সবচেয়ে বেশি পটাসিয়াম পাওয়া যায় কীসে?
উত্তর ভাবে।

১০/ মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে কীসের অভাবে?
উত্তর: ভিটামিন সি এর অভাবে।

১১/ আয়োডিন বেশি থাকে কোন ধরণের মাছে?
উত্তর: সমুদ্রের মাছে।

science gk in bengali pdf
science gk in bengali pdf

১২/ কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে কী থাকার কারণে?
উত্তর: ক্যালসিয়াম অক্সালেট।

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf || Science gk in bengali with answers || science gk in bengali

১৩/ রাতকানা রোগ হয় কিসের অভাবে?
উত্তর: ভিটামিন এ এর অভাবে।

১৪/ মুখে ও জিহ্বায় ঘা হয় কীসের অভাবে?
উত্তর: ভিটামিন B2 এর অভাবে।

১৫/ জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি?
উত্তর: ভিটামিন বি ও সি।

১৬/ শিশুদের রিকেটাস রোগ হয় কিসের অভাবে?
উত্তর: ভিটামিন ডি এর অভাবে।।

১৭/ দুধে কী অ্যাসিড থাকে?
উত্তর: ল্যাকটিক অ্যাসিড।

১৮/ আয়োডিনের অভাবে কী রোগ হয়?
উত্তর: গলগন্ড রোগ হয়।

১৯/ লেবুতে বেশি থাকে কোন ভিটামিন?
উত্তর: ভিটামিন সি।

২০/ DNA যুক্ত উদ্ভিদ ভাইরাস কি?
উত্তর: ফুলকপির মোজাইক ভাইরাস ।

২১/ DNA যুক্ত প্রাণী ভাইরাস কি?
উত্তর: বসন্ত ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হাপিস ভাইরাস।

২২/ RNA যুক্ত উদ্ভিদ ভাইরাস কি?
উত্তর: পি মোজাইক ভাইরাস, বিন মোজাইক ভাইরাস, টোবোকো মোজাইক ভাইরাস।

২৩/ RNA যুক্ত প্রাণী ভাইরাস কি?
উত্তর: পোলিও ভাইরাস, ইনফ্লুইয়েঞ্জা ভাইরাস, HIV ভাইরাস।

২৪/ পদ্মপাতার পত্রবদ্ধ কোথায় থাকে?
উত্তর: পাতার উপরিতলে।

২৫/ পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি?
উত্তর: ৯টি।

২৬/ একটি গোলাকার ভাইরাস এর উদাহরণ?
উত্তর: পোলিও ভাইরাস।

২৭/ একটি দন্ডাকার ভাইরাস এর উদাহরণ?
উত্তর: টোবোকা মোজাইক ভাইরাস।

২৮/ একটি ডিম্বাকার ভাইরাস এর উদাহরণ?
উত্তর: মাম্পস ভাইরাস।

২৯/ একটি ঘনকের ভাইরাস এর উদাহরণ?
উত্তর: বসন্ত ভাইরাস।

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf || Science gk in bengali with answers || science gk in bengali

৩০/ একটি ব্যাঙাচি আকার ভাইরাস এর উদাহরণ?
উত্তর: ফাজ ভাইরাস।

৩১/ একটি ঘনকের ভাইরাস এর উদাহরণ?
উত্তর: বসন্ত ভাইরাস।

৩২/ একটি ব্যাঙাচি আকার ভাইরাস এর উদাহরণ?
উত্তর: ফাজ ভাইরাস।

৩৩/ ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে কি বলে? উত্তর:
ভাইরাস জিনোম

৩৪/ ভাইরাস এর দেহের বাইরের প্রোটিন আবরণ কে কি বলে?
উত্তর: ক্যাপসিড।

৩৫/ ভাইরাস কথার শব্দতত্ত্বগত অর্থ কি?
উত্তর: বিষ।

৩৬/ সিসমোগ্রাফ দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: ভূকম্পন তরঙ্গ।

৩৭/ রিখটার স্কেলদিনে কী পরিমাপ করা হয়?
উত্তর: ভূকম্পন তীব্রতা পরিমাপের একটি গাণিতিক স্কেল। এ স্কেলে ১ থেকে ১০ পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা ধরা হয়।

৩৮/ ওডোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: মোটর গাড়ির গতি।

৩৯/ রেইনগেজ দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: বৃষ্টির পরিমাণ।

৪০/ সেক্সট্যান্ট দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: সূর্যের কৌণিক উন্নতি।

৪১/ ক্রোনোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: দ্রাঘিমা নির্ণয় / সূক্ষ্ম সময়।

৪২/ অ্যাক্সিলারোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: ত্বর

৪৩/ স্প্রিডোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: শ্রুতি।

৪৪/ ভেলাটোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: বেগের পরিমাণ।

science gk in bengali pdf

৪৫/ অ্যানিমোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: বাতাসের গতিবেগ ও শক্তি।

৪৬/ অলটিমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: উচ্চতা।

৪৭/ ম্যানোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: গ্যাসের চাপ।

৪৮/ ব্যারোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: বায়ুমণ্ডলের চাপ।

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf || Science gk in bengali with answers || science gk in bengali

৪৯/ এনোমোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: বায়ুর গতিবেগ।

৫০/ হাইগ্রোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: বায়ুতে আর্দ্রতার পরিমাণ।

৫১/ হাইড্রোমিটার দিয়ে কী পরিমাণ করা হয়?
উত্তর: তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব নির্ণায়ক।

৫২/ ক্যালরিমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: তাপ।

৫৩/ থার্মোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: উষ্ণতা।

৫৪/ থার্মোস্ট্যাট দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: ফ্রিজ, ইঞ্জি, ওভেন ইত্যাদিতে সি’র তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র।

৫৫/ টেনসিওমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: তরলের পৃষ্ঠটান।

৫৬/ অ্যামিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র।

৫৭/ গ্যালভানোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: সূক্ষ্ম মাপের বিদ্যুৎ প্রবাহ।

৫৮/ ওহম মিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: পরিবাহীর রোধ।

৫৯/ অ্যামিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র।

৬০/ গ্যালভানোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: সূক্ষ্ম মাপের বিদ্যুৎ প্রবাহ।

৬১/ ওহম মিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: পরিবাহীর রোধ।

৬২/ ভোল্ট মিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: বৈদ্যুতিক বিভব বা চাপ পরিমাপ।

৬৩/ স্টেথোস্কোপ দিয়ে কী করা হয়?
উত্তর: হৃৎপিন্ড ও ফুসফুসের শব্দ নিরুপক যন্ত্র।

৬৪/ স্ফিগমোম্যানোমিটার দিয়ে কী পরিমাপ করা হয়?
উত্তর: মানবদেহের রক্তচাপ।

read more – click here …..

Popular Post

best 90+question answer gk pdf download

best 90+question answer gk pdf download হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের best 90+question answer gk pdf download শেয়ার করবো। এই পিডিএফ টি আপনাদের খুব কাজে

Read More »

top 85+ gk book in bengali pdf

top 85+ gk book in bengali pdf হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদেরtop 85+ gk book in bengali pdf শেয়ার করবো। এই পিডিএফ টি আপনাদের খুব

Read More »

rivers of india || ভারতের নদনদী

rivers of india || ভারতের নদনদী হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের rivers of india || ভারতের নদনদী শেয়ার করবো। এই পিডিএফ টি আপনাদের খুব কাজে

Read More »

most 100+ gk questions answers in bengali pdf

most 100+ gk questions answers in bengali pdf হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের most 100+ gk questions answers in bengali pdfশেয়ার করবো। এই পিডিএফ টি

Read More »

most 100+ gk in bengali pdf download

most100+ gk in bengali pdf download হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের most 100+ gk in bengali pdf downloadশেয়ার করবো। এই পিডিএফ টি আপনাদের খুব কাজে

Read More »

best 75+ gk quiz in bengali pdf download

best 75+ gk quiz in bengali pdf download হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের best 75+ gk quiz in bengali pdf download শেয়ার করবো। এই পিডিএফ

Read More »

Leave a Comment